স্পোর্টস ডেস্ক : লেগ স্পিন ঘূর্ণিতে প্রতিপক্ষের ব্যাটসম্যানকে কাবু করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। দুশমন্থ চামিরা, লাহিরু মাধুশাঙ্কা ও লাহিরু কুমারা এরা সবাই শ্রীলঙ্কা বোলিং আক্রমণের মূল ভরসা। এবারের এশিয়া কাপে শিরোপা ধরে রাখার মিশনে তারাই হতে পারতেন কান্ডারি। কিন্তু সর্বনাশা ইনজুরি আর সেটা তাদের হতে দিচ্ছে না। চোটের কারণে সবাই ছিটকে গেছেন টুর্নামেন্টের স্কোয়াড থেকে।
বারবার চোট এসে হানা দিচ্ছিল লঙ্কান দুর্গে। তাতে দল সাজানো নিয়েই বিপাকে পড়েছিল এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়নরা। তবে শেষ পর্যন্ত টুর্নামেন্ট শুরুর একদিন আগে দল ঘোষণা করেছে ক্রিকেট শ্রীলঙ্কা। ১৫ সদস্যের সেই দলে নেই লঙ্কান মূল চার বোলার।
লঙ্কান ব্যাটার আভিষ্কা ফার্নান্দো করোনা আক্রান্ত হয়ে আগেই ছিটকে গিয়েছিলেন। ইনজুরির কারণে দলের সবচেয়ে বড় তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গাকেও পাচ্ছে না হাইব্রিড মডেলের টুর্নামেন্টটির সহ-আয়োজক দেশটি। এছাড়া লঙ্কান বোলিং বিভাগের বড় দুই শক্তির জায়গা ছিলেন দুশমান্থ চামিরা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা। চামিরা, লাহিরু ও মাদুশঙ্কা ছিটকে যাওয়ায় শ্রীলঙ্কার পেস বোলিং আক্রমণে নেতৃত্ব দিতে হবে কাসুন রাজিথা, প্রমোদ মাদুশান ও মাথিশা পাথিরানার। হাসারাঙ্গার জায়গায় শ্রীলঙ্কা বাঁ-হাতি স্পিনার দুনিথ ওয়েল্লালাগেকে দলে নিয়েছে।
শ্রীলঙ্কার স্কোয়াড
দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, চারিথ আশালঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুশন হেমন্ত, দুনিথ ওয়েল্লালাগে, মহেশ থিকসানা, প্রমোদ মাদুশান, কাসুন রাজিথা, বিনুরা ফার্নান্দো ও মাথিশা পাথিরানা।
কিউএনবি/আয়শা/২৯ অগাস্ট ২০২৩,/রাত ১০:৩৫