স্পোর্টস ডেস্ক : ঘটনাটা গত ডিসেম্বরের। অস্ট্রেলিয়ান ফুটবল লিগের ম্যাচ চলাকালের। খেলার সময় হঠাৎ মাঠে প্রবেশ করেন এক দর্শক। মেলবোর্ন সিটির গোলরক্ষক গ্লোভারের মুখে ছুড়ে মারেন বালতি। ঘটনাস্থলেই রক্ত ঝড়ে তার। হাসপাতালে নিয়ে যাওয়ার পর লাগে ১০ সেলাই। সেই ঘটনায় জড়িত দর্শককে আজ তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
দর্শকটির নাম অ্যালেক্স অ্যাজেলোপুলোস। তার বয়স ২৩ বছর। আজ মেলবোর্নের ম্যাজিস্ট্রেট কারাদণ্ডের শাস্তি দেন বলে স্থানীয় সংবাদমাধ্যমে বলছে । শুধু তাই নয়, ওই দর্শককে স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে পাঁচ বছরের নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।
এই শাস্তি অবশ্য পেতে হয়নি অ্যালেক্সকে। জামিনে ইতোমধ্যে মুক্তিও পেয়েছেন তিনি। তার আইনজীবী ডারমট ড্যান কারাদণ্ডের সাজার বিরুদ্ধে যুক্তি দিয়ে বলেন, ওই সময়ে মাদকাসক্ত ছিলেন ওই দর্শক।
এদিকে দর্শকদের মাঠে ঢুকে পড়ার জন্য মেলবোর্ন ভিক্টরিকে সাড়ে ৪ লাখ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করেছে ফুটবল অস্ট্রেলিয়া (এফএ)। একই সঙ্গে দলটিকে ‘উল্লেখযোগ্য’ নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।
দেশটির ‘এ’ লিগে মেলবোর্ন ডার্বির ম্যাচটিতে গত বছরের ডিসেম্বর এই ঘটনা ঘটে। মেলবোর্ন ভিক্টরির বিপক্ষে খেলতে নামে মেলবোর্ন সিটি। তবে ঘটনাটি ঘটে প্লে-অফ ফাইনাল চার বছরের জন্য সিডনিতে সরিয়ে নেওয়ার কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে। ম্যাচটি শুরু হওয়ার ২০ মিনিট পর মাঠে ঢুকে পড়েন অনেক দর্শক। সেখান থেকে এক দর্শক এই ঘটনা ঘটান।
কিউএনবি/অনিমা/২৯ অগাস্ট ২০২৩,/রাত ৯:৫২