স্পোর্টস ডেস্ক : হঠাৎ করেই ইতালির দায়িত্ব ছেড়ে দেওয়া রবের্ত মানচিনি সৌদি আরবের কোচ হচ্ছে বলে গুঞ্জন ছিল। সেই গুঞ্জন সত্যি করে এশিয়ার দেশটির দায়িত্ব নিলেন এই ইতালিয়ান।
৫৮ বছর বয়সী মানচিনি নতুন দায়িত্ব নিয়ে বলেছেন, ‘ইউরোপে আমি ইতিহাস গড়েছি। এবার সময় হলো সৌদিতে ইতিহাস গড়ার।’
মানচিনির কোচিংয়ে ২০২০ ইউরো জয় করে ইতালি। টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও গড়ে। কিন্তু ২০২২ বিশ্বকাপে তার দল কোয়ালিফাই করতে ব্যর্থ হয়।
এনিয়ে ইতালিয়ান সংবাদমাধ্যমের চাপের মুখে পড়েন মানচিনি। তবে ইতালির ফুটবল ফেডারেশন তার ওপর আস্থা রাখে। তার চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সাল পর্যন্ত করা হয়েছিল। কিন্তু দুই সপ্তাহ আগে সরে দাঁড়ান মানচিনি।
সৌদি আরবের কোচ হিসেবে ৪ বছরের চুক্তি করেছেন মানচিনি। ২০২৭ সাল পর্যন্ত দলটির দায়িত্বে থাকবেন তিনি।
আগামী ৮ সেপ্টেম্বর কোস্টারিকার বিপক্ষে প্রথমবার সৌদি আরবের ডাগআউটে দাঁড়াবেন মানচিনি।
ইতালির দায়িত্ব নেওয়ার আগে ক্লাব কোচিংয়ে বেশ সফল ছিলেন মানচিনি। তার কোচিংয়েই ২০১২ সালে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ শিরোপা জিতে নেয় ম্যানচেস্টার সিটি।
কিউএনবি/অনিমা/২৮ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:০৫