জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি,র মাটিরাঙ্গা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচী নিয়মিত রক্ষনাবেক্ষণ শীর্ষক প্রকল্পের আওতায় এলসিএস পেইজ আউট হওয়ায় সুপারভাইজা র ও মহিলা কর্মীদের মাঝে ১৯লাখ ৪২হাজার ৪শ,৮৯টাকার সঞ্চয়ী চেক বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ আগস্ট ২০২৩ইং) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর উপজেলা প্রকৌশলী,র কার্যালয়ে পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচী নিয়মিত রক্ষনাবেক্ষণ শীর্ষক প্রকল্পের আওতায় এলসিএস পেইজ আউট হওয়ায় সুপারভাইজার ও মহিলা কর্মীদের মাঝে সঞ্চয়ী চেক বিতরন অনুষ্টানে মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো.শাহ জাহান এর সভাপতিত্বে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
মাটিরাঙ্গা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানায় এলসিএস সুপার ভাইজার ও মহিলা কর্মীদের চাকুরী ৩০জুন ২০২৩ইং তিন বছর পূর্ণ হওয়ায় নীতিমালা মোতাবেক তিন বছর পর ১৮জন পেইজ আউট হওয়ায় তাদের নামে ব্যাংকে জমাকৃত সঞ্চয় সুপারভাইজার সহ ১৮জন মহিলা কর্মীর মাঝে ১৯লাখ ৪২হাজার ৪শ,৮৯টাকার সঞ্চয়ী চেক বিতরণ করা হয়েছে।এসময় মাটিরাঙ্গা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর উপ-সহকারি প্রকৌশলী দেব রাজ মিত্র চৌধুরী, মাটিরাঙ্গা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর হিসাবরক্ষক মীর মাহমুদুল হক,মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সহ-সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল,সহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।
পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচী নিয়মিত রক্ষনাবেক্ষণ শীর্ষক প্রকল্পের আওতায় এলসিএস পেইজ আউট হওয়ায় মহিলা কর্মী সেলিনা আক্তার বলেন, আমাদের গ্রামের অসহায় নারীদের কর্মসংস্থান সৃষ্টি করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচী নিয়মিত রক্ষনাবেক্ষণ শীর্ষক প্রকল্পের আওতায় এলসিএস মহিলা কর্মী হিসেবে তিন বছর পূর্ণ হওয়ায় ব্যাংকে জমাকৃত আমাদের সঞ্চয়ের টাকা গুলো পেয়ে আমরা অনেক খুশি। সঞ্চয়ী টাকা দিয়ে বাড়ির আঙিনায় দেশী মোরগ, ছাগল ,গরু পালন করে আমরা নিজেরা স্বাবলম্বী হবো।
প্রধান অতিথি,র বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম বলেন,মহিলাদের অর্থনৈতিক উন্নয়নে জমাকৃত সঞ্চয়ী টাকা গুলো দিয়ে সঠিক ভাবে ব্যবহার করে বাড়ির আঙিনায় বিভিন্ন সবজি বাগান, গরু,ছাগল, হাঁস মুরগি পালন করে নিজেরা স্বাবলম্বী হওয়া সম্ভব।দারিদ্র্য বিমোচনের জন্য সরকার নারীদের জন্য কাজ করে যাচ্ছে। প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো.শাহ জাহান উপকারভোগীদের মাঝে চেক তুলেদেন।