এম,এ , রহিম চৌগাছা(যশোর) : যশোরের চৌগাছা সীমান্তের বড় আন্দুলিয়া থেকে ১৩ কেজি ৪৬৪ গ্রাম ওজনের ৪৩টি সোনার বার উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুইজন পাচারকারীকে আটক করেন। জব্দকৃতসোনার মূল্য আনুমানিক বর্তমান বাজার মূল্য প্রায় ১৩ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকা। মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বড় আন্দুলিয়া এলাকায় অভিযান চালিয়ে এ সোনাসহ তাদের আটক করা হয়।
যশোর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল রাত ৮টায় এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন। আটককৃতরা হলেন, যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে শাওন হোসেন ও মাগুরার শালিকা উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে রফিকুল ইসলাম।
ব্রিফিংয়ে বিজিবি অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে সোনার একটি বড় চালান চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে প্রস্তুত হচ্ছে। এরপর বিজিবির একটি বিশেষ দল চৌগাছা উপজেলার বড় আন্দুলিয়া গ্রামের রাস্তায় অবস্থান নেয়। সন্ধ্যা ৬টার দিকে মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যাওয়া দুই ব্যক্তিকে গতিরোধের নির্দেশ দেয়া হয়। তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে টহলদল তাদেরকে ধাওয়া করে আটক করেন।
এরপর তাদের কাছে থাকা একটি ব্যাগের মধ্যে সাদা কাপড় ও স্কচ টেপ দ্বারা বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় ৪৩টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ১৩ কেজি ৪৬৪ গ্রাম। জব্দকৃত সোনার মূল্য ১৩ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকা।তিনি আরো জানান, আটককৃত আসামিদের সোনাসহ চৌগাছা থানা হেফাজতে দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
কিউএনবি/আয়শা/২২ অগাস্ট ২০২৩,/রাত ১০:২১