শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন

গার্দিওলার পছন্দের ব্রাজিলিয়ানের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১২৫ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট হ্যামের ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস পাকুয়েতার বিরুদ্ধে সম্প্রতি বাজিসংক্রান্ত নীতিমালা ভাঙার অভিযোগে তদন্ত শুরু করেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। প্রিমিয়ার লিগে গত মৌসুমের একটি ম্যাচে এই ব্রাজিলিয়ানকে নিয়ে ব্রাজিলের একটি দ্বীপের মানুষ প্রচুর বাজি ধরেছিল, যে কারণে সন্দেহ হয় এফএর। সেই ঘটনার পাঁচমাস পর তদন্ত শুরু করেছে এফএ।

ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন জানিয়েছে, ০.৫ বর্গমাইল আয়তনের পাকুয়েতা দ্বীপের সন্তান এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে নিয়ে গত মার্চে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে প্রচুর বাজি ধরা হয়েছিল। ১৯৯৭ সালে এই দ্বীপে জন্ম নেন পাকুয়েতা। তার আসল নাম লুকাস তোলেন্তিনো কোয়েলিও দে লিমা। ব্রাজিলের অন্যান্য অঞ্চলের মতো এই দ্বীপেও প্রথা হিসেবে নামের শেষে এলাকার নাম জুড়ে দেওয়া হয়। পাকুয়েতার বেলাতেও তাই ঘটেছে।

West Ham have had a request to postpone Lucas Paqueta’s formal interview with the FA over allegations he broke betting rules granted because the player’s barrister is on holiday.

আরও পড়ুন: যে ব্রাজিলিয়ান তারকাকে পেতে বড় অঙ্কের অর্থ খরচেও রাজি গার্দিওলা


মেইল অনলাইন জানিয়েছে, এই দ্বীপের বছরের সবচেয়ে বড় ইভেন্ট ‘ফেস্তা দে সাও রক’ এর সঙ্গে একটা যোগসূত্র আছে এফএর এই তদন্তের। এই ধর্মীয় উৎসবে সঙ্গীত ও আতশবাজির সঙ্গে এই দ্বীপের রাস্তায় শোভাযাত্রাও হয়। হয় প্রচুর বাজি ও জুয়া খেলা। তিন হাজার অধিবাসীর এই দ্বীপে এই উৎসবের সময়েই পাকুয়েতাকে নিয়ে অনেক মানুষ বাজি ধরেছেন। আর সেখানেই সন্দেহের উদ্রেক।

এই ঘটনার পর নড়েচড়ে বসে ব্রাজিলের বুকমেকাররা। এসব বাজির অধিকাংশই যে ধরা হয়েছে নতুন সব ব্যাংক অ্যাকাউন্ট থেকে। এরপর ওয়েস্ট হ্যামের জার্সি স্পন্সর প্রতিষ্ঠান বেটওয়ে প্রথম বুকমেকার প্রতিষ্ঠান হিসেবে বিষয়টি জানায় আন্তর্জাতিক বেটিং ইন্টেগ্রিটি অ্যাসোসিয়েশনকে (আইবিআইএ)। প্রতিষ্ঠানটি তখন জানায় এফএ ও ফিফাকে। ওই ম্যাচে পাকুয়েতার হলুদ কার্ড দেখা নিয়ে বাজি ধরা হয়েছিল।

আরও পড়ুন: ডি পলকে কিনতে সৌদি ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে অ্যাতলেটিকো


মেইল অনলাইন আরও জানিয়েছে, ব্রাজিলের স্থানীয় বাজিকররা ছাড়াও ইউরোপের আরও একজন বাজিকর পাকুয়েতার কার্ড দেখা নিয়ে বাজি ধরেন। ১-১ গোলে ড্র হওয়া সে ম্যাচের ২০ মিনিট বাকি থাকতে হলুদ কার্ড দেখেন তিনি। এই ঘটনায় এই মিডফিল্ডারকে এখন এফএর জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে। পাকুয়েতা অবশ্য দাবি করেছেন আইনভঙ্গ হয় এমন কিছু করেননি তিনি।

২৫ বছর বয়সী এ মিডফিল্ডার খুব বেশি আক্রমণাত্মক নয়। গত মৌসুমে সেই হলুদ কার্ডটি বাদে আরও দুবার কার্ড দেখেছিলেন। কয়েক মাস আগে এফএ এই তদন্ত শুরু করলেও পাকুয়েতা ও ওয়েস্ট হ্যামকে তা জানিয়েছে গত বুধবার (১৬ আগস্ট)। এই তদন্ত শেষ হতে কয়েক মাস লাগতে পারে বলে জানিয়েছে মেইল। এর আগে বাজি ধরা নিয়ে অভিযোগ প্রমাণিত হওয়ায় ব্রেন্টফোর্ডের ইংলিশ স্ট্রাইকার ইভান টনিকে ৮ মাসের জন্য নিষিদ্ধ করেছিল এফএ।

 

 

কিউএনবি/আয়শা/২২ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit