বিনোদন ডেস্ক : অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ সিনেমাটিকে বলা হচ্ছে শাহরুখের জীবনের সবচেয়ে বেশি ব্যয়বহুল সিনেমা। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, এ সিনেমাটি তৈরির জন্য ৩০০ কোটি টাকা খরচ করেছেন বলিউড কিং।
জানা গেছে, ‘জওয়ান’ সিনেমার অগ্রিম টিকিটের বুকিংও শুরু হয়েছে আরব আমিরাতে। ‘জওয়ান’ সিনেমার গান নিয়েও দর্শকমহলে ব্যাপক উন্মাদনা দেখা গেছে। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘জওয়ান’। কিং খানকে নতুনরূপে পর্দায় দেখতে অপেক্ষায় দর্শকরা। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।
এ সিনেমায় শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, নয়নতারা, বিজয় সেতুপতি, সঞ্জয় দত্তরা। ক্যামিও রোলে দীপিকা পাড়ুকোনকেও দেখা যাবে। এর আগে চলতি বছরের শুরুতে মুক্তি পেয়েছিল শাহরুখের ‘পাঠান’।
কিউএনবি/আয়শা/১৮ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:৫০