জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে : বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টুকে আদালত প্যারোলে মুক্তি দিলেও সরকার তাকে মায়ের জানাজায় উপস্থিত হতে না দেয়ার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা বিএনপি।গতকাল ১৪ আগস্ট (২০২৩) সোমবার সন্ধ্যায় গোপালপুর উপজেলার পৌরশহরের কাজীবাড়ী মেহগিনি বাগানে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন গোপালপুর উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির নেতাকর্মীরা।সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, যুগ্ম সম্পাদক আবু ঈসা মুনিম, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম লেলিন, , উপজেলা বিএনপি সম্মানিত সদস্য রাহিম তালুকদার, ঢাকা মহানগর পশ্চিমের ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও পৌর বিএনপি সন্মানিত সদস্য মাসুদ তালুকদার, উপজেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম, পৌর যুবদলের আহবায়ক আব্দুল্লাহ মামুন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক কমিশনার উজ্জ্বল মিয়া,সাবেক কমিশনার ডাক্তার শমসের, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন্স, হেলাল, যুবনেতা রাবন, মহির,বাবলু, প্রকৌশলি রেজাউল,তুহিন তরিজ, ছাত্রনেতা হিরা, রোমান, তুহিন প্রমুখ।
লিখিত অভিযোগে জানানো হয়, গত শনিবার রাতে সালাম পিন্টুর মা মোছা. সালমা বেগম (৯৫) ঢাকার একটি ক্লিনিকে ইন্তেকাল করেন। গত রবিবার বিকালে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের গুলিপেচা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে গত রোববার সকালে পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে মায়ের জানাযায় অংশগ্রহনের সুবিধার্থে গাজীপুর জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুস সালাম পিন্টুকে প্যারোলে মুক্তি দেয়ার কথা জানান। আব্দুস সালাম পিন্টু মায়ের জানাজায় উপস্থিত থাকবেন খবরে টাঙ্গাইল ছাড়াও আশপাশের কয়েক জেলার বিএনপি নেতাকর্মীরা গুলিপেচা মাঠে হাজির হন। জোহরের নামাজের পর জানাজা নামাজের কথা থাকলেও অনেক অপেক্ষার পর বিকেল ৫টায় সালাম পিন্টুর অনুপস্থিতিতেই জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। সালাম পিন্টুর কনিষ্ঠ ভ্রাতা এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বক্তারা আরো অভিযোগ করেন সরকার এক্ষেত্রে “হৃদয়হীন নিষ্ঠুরতার” পরিচয় দিয়েছে।
কিউএনবি/অনিমা/১৫ অগাস্ট ২০২৩,/দুপুর ২:৪৩