স্পোর্টস ডেস্ক : মেহেদী, মাহেদী না মাহদী! নামের মতোই চরিত্রটি তার রহস্যঘেরা। ক্রিকেট ক্যারিয়ারতো আরও রোমাঞ্চকর। পারফেক্ট অলরাউন্ডার, পিঞ্চ হিটার, নিখুঁত ফিনিশার। ভবিষ্যৎ-এর মহাতারকা। জাতীয় দলে ডেব্যুর পর কত প্রত্যাশার পারদ বাড়ছিল তাকে ঘিরে। কিন্তু সে বেলুন চুপসে গেছে সহসাই। সময়ের বিবর্তনে পরিণত সেই মেহেদী আবারো ফিরেছেন জাতীয় দলে, ধারাবাহিক পারফর্ম করে।
বিপিএল, ডিপিএল, ইমার্জিং এশিয়া কাপ। স্বপ্ন এবার মেগা ইভেন্ট এশিয়া আর বিশ্বকাপ। কোচ ক্যাপ্টেন ম্যানেজমেন্টের গুডবুকে থাকা মেহেদীকে নিয়েও অনুশীলনে বাড়তি সময় দিচ্ছেন মাস্টারমাইন্ড চান্ডিকা। দলে নতুন করে জায়গা করে নেয়া প্রসঙ্গে জানতে চাইলে মেহেদী বলেন, ‘ভবিষ্যতের চিন্তা-ভাবনা পরের বিষয়। নিজের প্রত্যেকটা দিনই নিজের কাছে গুরুত্বপূর্ণ। প্রতিটা দিন অনুশীলনে কীভাবে নিজেকে গড়ে তুলব এটা গুরুত্বপূর্ণ। টিমের চিন্তা-ভাবনা পুরোটা ম্যানেজমেন্ট ও নির্বাচকদের ওপর।’
তবে মুখে না বললেও প্রত্যাশার চাপ ঠিকই টের পান, শেখ মেহেদী হাসান। বিশেষ করে ৭ নম্বর স্লটে সিনিয়র ক্যাম্পেইনার মাহমুদউল্লাহ রিয়াদের পরিবর্তে তাকেই যে বিবেচনা করেছে ম্যানেজমেন্ট। আন্তর্জাতিক ক্যারিয়ারের ওপেনার থেকে সব পজিশনেই খেলার অভিজ্ঞতা আছে মেহেদীর। তাইতো নিজেই আশ্বস্ত করছেন নিজেকেই।
তিনি বলেন ‘একজন ক্রিকেটার হিসেবে তো সব পজিশনে খেলার অভিজ্ঞতা তো আমার থাকতে হবে। শুধু ৭ নম্বর নয়, যেকোনো জায়গাতে আমাকে খেলতে হবে। এটা নিয়ে আসলে আমি একদমই ভাবছি না। আপনি যদি দলে থাকেন, তাহলে কোচ ও ম্যানেজমেন্ট থেকে যে পরিকল্পনা দেয়া হবে, সেটা অনুযায়ী আপনাকে এগোতে হবে।’
বয়সের দিক বিবেচনা করলে অন্য আসরগুলোর তুলনায় এবার সম্ভাবনাময় তারুণ্য অধীক গুরুত্ব দিচ্ছে টাইগার ম্যানেজমেন্ট। এর আগে মোটে তিন ওয়ানডে খেলা মেহেদীর কাছে তাই এশিয়া কাপ হতে পারে শেষ সুযোগ। যেখান থেকে প্রত্যাবর্তনের নতুন গল্প লিখতে চান খুলনার এই ক্রিকেটার।
কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২৩,/রাত ১১:১৯