স্পোর্টস ডেস্ক : ব্যাটিংয়ের ধরনে এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে অবিশ্বাস্য মিল থাকায় ডিওয়াল্ড ব্রেভিসকে ডাকা হয় ‘বেবি এবি’ নামে। ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আলো ছড়িয়ে এরই মধ্যে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলে ফেলেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। এবার দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের দরজাও খুলে গেল তার জন্য।
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসছে তিনটি টি-টোয়েন্টি ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দুই সংস্করণের দলেই আছেন ২০ বছর বয়সী ব্রেভিস। ২০২২ যুব বিশ্বকাপে রানের রেকর্ড গড়েন দক্ষিণ আফ্রিকার তুমুল প্রতিভাবান ব্যাটসম্যান ব্রেভিস। ৬ ইনিংসে ৮৪.৩৩ গড়ে ৫০৬ রান করে পেছনে ফেলেন ২০০৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় ব্যাটসম্যান শিখর ধাওয়ানের ৮৪.১৬ গড়ে করা ৫০৫ রানের আগের রেকর্ড।
আগ্রাসী ব্যাটসম্যান ব্রেভিসকে পরে দলে নেয় আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের আরও দুই ফ্র্যাঞ্চাইজি এমআই কেপ টাউন ও এমআই নিউইয়র্কের হয়েও খেলেছেন তিনি। এছাড়া সিপিএলে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে খেলার অভিজ্ঞতা আছে তার। সবমিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৪৪ ম্যাচ খেলে ১৪১.৮০ স্ট্রাইক রেটে ১ হাজার ৫৫ রান করেছেন ব্রেভিস। এই তরুণের নামের পাশে রয়েছে ১টি সেঞ্চুরি ও ২ ফিফটি। ৮ লিস্ট ‘এ’ ম্যাচে তার রান ২৪৭।
অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াডে নতুন মুখ আছেন আরও দুইজন-ব্যাটসম্যান ডনোভান ফেরেইরা ও ম্যাথু ব্রিটসকি। দুই জনকেই রাখা হয়েছে টি-টোয়েন্টি দলে। স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৩৭ ম্যাচে ১৪৮.৯৪ গড়ে ৭০৩ রান করেছেন ২৫ বছর বয়সী ফেরেইরা। আর ২৪ বছর বয়সী ব্রিটসকির অভিজ্ঞতা ৪৯ টি-টোয়েন্টির। ৮ ফিফটি ও ১৩০.৪৫ স্ট্রাইক রেটে করেছেন ১ হাজার ১০১ রান।
কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২৩,/রাত ১০:৫০