আন্তর্জাতিক ডেস্ক : টাইফুন ডকসুরির প্রভাবে প্রবল বৃষ্টি ও ভয়াবহ বন্যায় নাকাল পূর্ব এশিয়ার দেশ চীনের রাজধানী বেইজিং। গত কয়েকদিনের বন্যায় বেইজিং এ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে, যার মধ্যে পাঁচজন উদ্ধারকর্মীও রয়েছে।
এছাড়া বন্যায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে ১৮ জন। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানায় আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, রাজধানীর চারপাশে রেকর্ড বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় প্রায় ৫৯ হাজার বাড়িঘর ধসে পড়েছে এবং দেড় লাখের মত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের উত্তরের বেশিরভাগ অংশ চলমান ভারী বৃষ্টিপাতের কারণে হুমকির মুখে রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বুধবার বেইজিং কর্তৃপক্ষ জানায়, বেইজিংয়ের পাহাড়ি পশ্চিম উপকণ্ঠে কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে পাঁচ হাজার হেক্টর (৩৭, ০০০ একর) ফসলি জমিতে বন্যায় ডুবে গেছে।
এ ছাড়া বেইজিংয়ের ভাইস মেয়র জিয়া লিনমাও এক সংবাদ সম্মেলনে জানান, ১০০টিরও বেশি সেতু সহ অনেক রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে চলমান বৃষ্টি ও বন্যায়।
ইতিমধ্যে টাইফুন ডকসুরির প্রভাবে চলমান প্রবল বৃষ্টি ও বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে চীনের শস্যভাণ্ডার খ্যাত প্রদেশগুলো। এতে করে আগামীতে খাদ্য নিরাপত্তাহীনতা দেখা দিতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের।
কিউএনবি/অনিমা/৯ অগাস্ট ২০২৩,/দুপুর ২:৪২