এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বাংলাদেশ স্কাউটের ত্রৈ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ আগস্ট) উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ৩৬তম ত্রৈ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউট চৌগাছা উপজেলা শাখার সভাপতি ইরুফা সুলতানা। প্রথম অধিবেশনে বক্তৃতা করেন যশোর জেলা স্কাউটের কমিশনার আব্দুর রহমান খান, সহকারি পরিচালক জামাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাব চৌগাছার সাধারণ স¤পাদক জিয়াউর রহমান রিন্টু প্রমুখ।
এ সময় আগামী ৩ বছরের জন্য উপজেলা স্কাউটের নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে কমিশনার করা হয় চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরহকারি শিক্ষক মহিদুল ইসলামকে ও স¤পাদক সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রবিউল ইসলামকে। কমিটিতে উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানাকে সভাপতি, সহ-সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, মাসিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান, গরীবপুর আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুর ইসলাম, যুগ্ম স¤পাদক সলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মেহেদী আল-মাসুদ, কোষাধ্যক্ষ শাহাজাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক অভিজিৎ কুমার রায়।
গ্রুপ কমিটির সভাপতি মুক্তিনগর শহীদ স্মরণী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দু হালিম, নারায়নপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, ঝিনাইকুন্ডু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হারুন অর-রশিদ, কংশারিপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর জাহান খাতুন, অডিটর গরীবপুর আদর্শ বিদ্যাপীঠের সহকারি শিক্ষক ময়নুর রহমান, জিওয়লগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাসছুন্নাহার, মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর-রশিদ খান, আন্দারকোটা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আয়ুব হোসেন, মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তরিকুল ইসলামকে কমিটিতে রাখা হয়েছে।
কিউএনবি/আয়শা/৭ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:৪৫