ডেস্ক নিউজ : বর্তমান সরকার শুধু ‘ইয়েস’ শুনতে চায়, গঠনমূলক সমালোচনা সহ্য করতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, সবাই সরকারের পক্ষে কথা বলে; সবাই ইয়েস স্যার বলতেই ব্যস্ত। এ কারণেই সব পেশাজীবী সংগঠনের নেতৃত্বে সরকার নিজেদের লোক নিয়োগ করতে চায়। সে জন্যই সরকার দেশের প্রকৃত সত্য বা বাস্তবতা বুঝতে পারে না।
তিনি আরও বলেন, এখন পেশাজীবী সংগঠনের নেতৃত্বেও দলীয়করণ করা হচ্ছে। কিন্তু এর ফলে সরকারের যে উপকার হয় না, সেটাও সরকার বুঝতে চায় না। সব পেশাজীবী সংগঠন জনগণের কল্যাণের জন্য তৈরি করা হয়। অথচ সরকার যা বলছে, পেশাজীবী সংগঠনগুলো ইয়েস স্যার বলছে। জনগণের কথা চিন্তা না করে তারা সরকারকে সমর্থন দিতেই ব্যস্ত। জি এম কাদের বলেন, সরকারকে সঠিক পথে রাখতেই এই সংগঠনগুলো সৃষ্টি হয়েছিল। সংগঠনের নেতারা নিরপেক্ষভাবে ভূমিকা রাখতে পারছেন না।
কিউএনবি/আয়শা/০৩ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:১৪