স্পোর্টস ডেস্ক : উসমান দেম্বেলেকে নিতে আগ্রহী পিএসজি। তবে যেহেতু আগস্ট মাস চলে এসেছে তাই দেম্বেলের রিলিজ ক্লজ ৫০ মিলিয়ন ইউরো থেকে বেড়ে দ্বিগুণ হয়েছে। অর্থাৎ ১০০ মিলিয়ন। তবে প্যারিসের ক্লাবটি বার্সেলোনা থেকে দেম্বেলেকে আনবে ৫০ মিলিয়ন ইউরোতেই।
দল-বদল বিষয়ক বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছিলেন, ৫ বছরের চুক্তিতে পিএসজিতে পাড়ি দিতে দেম্বেলে মৌখিক সম্মত দিয়েছেন। তবে সেটি ৩১ জুলাইয়ের মধ্যে না হলে দেম্বেলের রিলিজ ক্লজ দ্বিগণ হবে। রোমানো আজ জানিয়েছেন, দেম্বেলের রিলিজ ক্লজ অ্যাকটিভ করেনি পিএসজি।
বার্সেলোনার সঙ্গে আলাদা একটি ‘প্রাইভেট’ রিলিজ ক্লজে যাচ্ছে পিএসজি। যার ফলে ৫০ মিলিয়নেই দেম্বেলেকে দলে ভেড়াতে পারবে তারা। দেম্বেলে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দিতে পারেন এই সপ্তাহের শেষে। আরেকটি ইউরোপীয় সংবাদ মাধ্যম জানিয়েছে যেহেতু প্রাইভেট রিলিজ ক্লজের মাধ্যমে দেম্বেলে দল ছাড়বেন তাই পুরো অর্থটাই পাবে বার্সেলোনা। দেম্বেলের চুক্তি অনুযায়ী রিলিজ ক্লজ অ্যাকটিভ হলে অর্ধেক অর্থ পেতেন ফরাসি এই ফরোয়ার্ড।
কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:৩০