আন্তর্জাতিক ডেস্ক : মানব পাচার আর শোষণ বন্ধ করে এক নতুন পৃথিবী গড়ে তালার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রোববার মানব পাচারের বিরুদ্ধে বিশ্ব দিবস উপলক্ষ্যে এক বার্তায় তিনি বলেন, ‘আসুন একসঙ্গে, আমরা এমন একটি পৃথিবী গড়ে তুলি যেখানে কাউকে কেনাবেচা অথবা শোষণ করা যাবে না।’
বিশ্বে এখন চলছে ক্রমবর্ধমান বৈষম্য, জলবায়ু জরুরি অবস্থা আর রেকর্ডসংখ্যক মানুষের বাস্তুচ্যুতি। এর মধ্যেই পাচারের শিকার হওয়া মানুষের সংখ্যা বাড়ছে। শনাক্ত হওয়া পাচারের শিকার মানুষের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। তাদের মধ্যে অনেকেই নির্মম সহিংসতা, জোরপূর্বক শ্রম আর ভয়ংকর যৌন শোষণ ও নির্যাতনের শিকার।
কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৩,/রাত ১০:৩৫