বিনোদন ডেস্ক : সম্প্রতি মুক্তি পেয়েছে হলিউড সিনেমা ‘বার্বি’। মুক্তির পর থেকেই ট্রেন্ডিংয়ে চলছে সিনেমাটি। সেই উত্তাপ ছড়িয়েছে বাংলাদেশেও। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ‘বার্বি’ ট্রেন্ড। এরই মধ্যে মায়ের সঙ্গে একটি ছবি ফেসবুকে পোস্ট করে লামিয়া লেখেন ‘আমার মা ছিলেন সত্যিকারের বার্বি।’
হঠাৎ কেনো এমন পোস্ট?
এ প্রশ্নের উত্তরে লামিয়া বলেন, ‘আগে ইন্টারনেটের যুগ ছিল না। এ জন্য কেউ ছবিগুলো দেখতে পেত না। কেবল সিনেমা হলেই দেখা যেত। এখন আমি চিন্তা করি এত আগে কীভাবে আম্মুর মাথায় এই কম্বিনেশনের ধারণা আসতো। এত সুন্দর আউটফিট, চুলের স্টাইল-সব ম্যাচ করে পরতেন।’
নিজের মাকে সত্যিকারের ‘বার্বি’ উল্লেখ করার কারণ হিসেবে বললেন, ‘আমার মা তো সময়ের চেয়ে এগিয়ে ছিলেন। মায়ের ছবিগুলোই বলে তিনি অনেক প্রগ্রেসিভ ছিলেন। আমার কাছে মায়ের অনেক ছবি আছে। সেই ছবিতে মায়ের ফ্যাশন একদমই অন্যরকম ছিল।’
১৯৯৮ সালে বাবা সোহেল চৌধুরীর পর ২০১৬ সালে মা দিতিকেও চিরতরে হারিয়ে ফেলেন লামিয়া। লামিয়া কানাডা টরন্টো ফিল্ম স্কুল থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় এসে নির্মাতা হিসেবে ক্যারিয়ার শুরু করেন। মায়ের মৃত্যুর পর ২০১৬ সালে তার ইচ্ছা অনুযায়ী ‘দুই পুতুল’ শিরোনামে একটি নাটক নির্মাণ করেন লামিয়া।
কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৩,/রাত ১০:৩৪