আন্তর্জাতিক ডেস্ক : ভারী বৃষ্টিপাত ও বন্যার পাশাপাশি এবার ডেঙ্গুতে নাকাল ভারতের রাজধানী দিল্লি। ৫ বছরের মধ্যে সর্বোচ্চ ডেঙ্গু সংক্রমণ হচ্ছে চলতি বছর বলছে দেশটির কর্তৃপক্ষ।
রবিবার এক প্রতিবেদনে এ খবর জানায় ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস। ২২ জুলাই পর্যন্ত দিল্লিতে মোট ১৮৭জন ডেঙ্গু আক্রান্তের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
প্রতিবেদনে বলা হয়, দিল্লির পৌরসভার তথ্য অনুযায়ী, চলতি জুলাই মাসের প্রথম তিন সপ্তাহে প্রায় ৬৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে যা আগের মাস জুনে ছিলো ৪০ জন এবং মে মাসে ছিলো ২৩ জন। ২০১৮ সালের পর এই আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ।
ডেঙ্গুর বিস্তার রোধে রবিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ দিল্লির সরকারি কর্মকর্তাদের স্কুল-কলেজে ডেঙ্গু সংক্রান্ত সচেতনতা ও প্রচারাভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। এছাড়া সাধারণ মানুষের মাঝেও সতর্কতা ও সচেতনতা বাড়ানোর জন্য নির্দেশ দেন তিনি।
এ ছাড়া তিনি আরও বলেন, ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতালগুলি প্রস্তুত করা হবে। এ বিষয়ে দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশন (এমসিডি) কমিশনারের সাথেও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
সাধারণত এডিস মশার কামড়ে ছড়ায় মশাবাহিত রোগ ডেঙ্গু। ভারতের বিশেষজ্ঞরা বলছেন, দিল্লিতে মূলত ডেঙ্গু ভাইরাসের চারটি সেরোটাইপ পাওয়া গেছে। যেগুলো হল DENV-1, DENV-2, DENV-3 এবং DENV-4।
দিল্লির ডেঙ্গু আক্রান্ত কয়েকজনের নমুনার জিনোম সিকোয়েন্সিং-এ দেখা গেছে যে এদের মধ্যে ১৯ জনই DENV-2 অর্থাৎ টাইপ -২ তে আক্রান্ত।
কিউএনবি/অনিমা/৩০ জুলাই ২০২৩,/বিকাল ৩:৩১