ডেস্ক নিউজ : বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সাভারের আমিনবাজারে ঢাকা-আরিচা মহাসড়কে তল্লাশি জোরদার করেছে পুলিশ। সকাল থেকে যাত্রীবাহী পরিবহনে তল্লাশি চালালেও রাত ৯টা থেকে এ তল্লাশি জোরদার করা হয়।
বৃহস্পতিবার রাতে সাভারের আমিনবাজার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সামনে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে পুলিশে। ঢাকার বাইরের আসা যাত্রীবাহী পরিবহন থামিয়ে তল্লাশি করেন পুলিশ সদস্যরা। সন্দেহভাজন যাত্রীদের ব্যাগ তল্লাশি করা হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর বিভাগ) আবদুল্লাহিল কাফী সংবাদমাধ্যমকে বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আমিনবাজারে এই এলাকায় সব সময় তল্লাশি চালানো হয়। আগামীকাল শুক্রবার ঢাকায় দুটি দলের কর্মসূচি থাকায় কেউ যাতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে জন্য আশুলিয়া ও আমিনবাজারের এই এলাকায় তল্লাশি করা হচ্ছে।
কিউএনবি/অনিমা/২৭ জুলাই ২০২৩,/রাত ১১:৪৫