ডেস্ক নিউজ : ২০৪১ সালের মধ্যে উচ্চ আয়ের দেশে পরিণত হতে বাংলাদেশকে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে জাপান।
সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ প্রতিশ্রুতি দেন। অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে তিনি এখন দুদিনের বাংলাদেশ সফরে রয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী নিশিমুরা ২০২৩ সালের এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের সময় দুই প্রধানমন্ত্রীর যৌথভাবে ঘোষিত কূটনৈতিক সম্পর্কের ‘কৌশলগত অংশীদারত্ব’ উল্লেখ করেন। এই সময় তিনি জাপানের সঙ্গে যৌথভাবে বিভিন্ন প্রকল্পের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ আয়ের দেশে পরিণত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি গত দেড় দশকে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।
তিনি বাংলাদেশ-জাপান সহযোগিতার চলমান মেগা প্রকল্পের উল্লেখ করেন এবং বাংলাদেশের একটি স্মার্ট ও উন্নত দেশ হওয়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে এ ধরনের যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি অবকাঠামোগত উন্নয়ন, আইসিটি, মানবসম্পদ উন্নয়ন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে আরও জাপানি বিনিয়োগের আমন্ত্রণ জানান।
মেট্রোরেলে রাজধানী ঘুরলেন নিশিমুরা: এদিকে মেট্রোরেলে রাজধানী ঘুরে দেখেছেন জাপানের অর্থ, শিল্প ও বাণিজ্যমন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি। এ সময় তার সঙ্গী হয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
সোমবার বিকেলে জাপান-বাংলাদেশের অন্যতম মৈত্রী স্মারক জাইকার সহায়তায় নির্মিত দেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন সিক্স পরিদর্শনে যান জাপানের বাণিজ্যমন্ত্রী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাকে নিয়ে উত্তরা থেকে মেট্রোরেলে করে পল্লবী আসেন। পরে আবার পল্লবী থেকে আসেন উত্তরায়। এরপর তারা সেখানে জাপানের সহযোগিতায় নির্মাণাধীন বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শনে যান।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাপানের বাণিজ্যমন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি জানান, তিনি ১৩ বছর আগে বাংলাদেশে একবার এসেছিলেন। তবে এখনকার বাংলাদেশ তার কাছে এক বিস্ময়।
তিনি বলেন, গত একযুগে বাংলাদেশের বিস্ময়কর উন্নয়ন হয়েছে। এ দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সবসময় জাপান পাশে থাকবে।
জাপানের সঙ্গে ইপিএ চুক্তি শিগগিরই: শিগগিরই বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) হবে। উভয় দেশ এ বিষয়ে সম্মত হয়েছে। এটি বাস্তবায়ন করতে দ্বিতীয় পর্যায়ের আলোচনা হবে। ইতোমধ্যে এ সংক্রান্ত বিষয়ে প্রথম রাউন্ড আলোচনা শেষ করেছে জাপান সরকার।
এই চুক্তির পর দেশের বড় মেগা প্রকল্পে জাপান বিনিয়োগ করবে। রোববার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে জাপানের সফররত জাপানের অর্থনীতি ও বাণিজ্যমন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরার বৈঠকে এসব বিষয় আলোচনা হয়েছে।
কিউএনবি/অনিমা/৩১ জুলাই ২০২৩,/রাত ১০:৩৬