স্পোর্টস ডেস্ক : অজিদের বিপক্ষে অ্যাশেজের প্রথম দুই ম্যাচে হারার পর ইংল্যান্ডের বাজবল স্টাইল নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে। অনেকে বলেছেন, প্যাট কামিন্সদের কোয়ালিটি বোলিংয়ের বিপরীতে মুখ থুবড়ে পড়েছে ব্রেন্ডন ম্যাককলামের স্টাইল। সমালোচনার পর বাজবল স্টাইলে শতক আদায় করে নিলেন ক্রলি।
সেঞ্চুরি পূর্ণ করতে ১২টি চারের পাশাপাশি একটি ছয় হাঁকান ক্রলি। ৩৮ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এটা তার চতুর্থ সেঞ্চুরি। এর আগে পাকিস্তানের বিপক্ষে দুটি ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি সেঞ্চুরি করেন তিনি। টেস্টে তার সর্বোচ্চ রানের ইনিংসটি ২৬৭, পাকিস্তানের বিপক্ষে।
ক্রলির সেঞ্চুরিত ভর করে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যানচেস্টার টেস্টের প্রথম ইনিংসে ২ উইকেটে ২০৬ রান নিয়ে ব্যাট করছে ইংল্যান্ড। ১১৫ রান নিয়ে ক্রলি ও ৩০ রান নিয়ে ক্রিজে রয়েছেন জো রুট। মিচেল স্টার্কের বলে ওপেনার বেন ডাকেন ১ রানে আউট হওয়ার পর মঈন আলিও তার (স্টার্ক) শিকারে পরিণত হন। মঈন ৮২ বলে করেন ৫৪ রান।
এর আগে ক্রিস ওকসের ফাইফারে প্রথম ইনিংসে ৩১৭ রানে অলআউট হয়েছিল অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করে তোলেন মার্নাস লাবুশেন ও মিচেল মার্শ। ট্রাভিস হেড করেন ৪৮ রান। ওকস ৫ উইকেট নেন ৬২ রানের বিনিময়ে।
কিউএনবি/আয়শা/২০ জুলাই ২০২৩,/রাত ১১:১৫