আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভারশিনিন বলেছেন, কৃষ্ণসাগর হয়ে ইউক্রেনের খাদ্য শস্য রপ্তানি চুক্তি বাতিল করার অন্যতম প্রধান কারণ রাশিয়ার অংশের অগ্রগতির ঘাটতি। গতকাল বুধবার তুরস্কের রাষ্ট্রদূত হেমমেত সারসারের সাথে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়া-জাতিসংঘ স্মারকলিপি বাস্তবায়নের ঘাটতি কৃষ্ণসাগর হয়ে ইউক্রেনের খাদ্য শস্য রপ্তানির চুক্তি আমাদের বাতিল করার সিদ্ধান্তের অন্যতম প্রধান কারণ ছিল। চুক্তিটির মেয়াদ গত ১৭ জুলাই শেষ হয়ে যাওয়ার পর তারা এমন সিদ্ধান্ত গ্রহণ করে।
তারা জানায়, পক্ষগুলো আফ্রিকার একেবারে দরিদ্র দেশগুলোর সহায়তায় বিশেষ মনোযোগ দিয়ে বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে সমন্বিত প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য রাশিয়া ও তুরস্কের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
বিশ্ববাজারে খাদ্য ও সার সরবরাহের সমস্যা সমাধানে গতি আনতে ২০২২ সালের ২২ জুলাই একটি চুক্তি স্বাক্ষর করা হয়। কৃষ্ণসাগর করিডোর দিয়ে শস্য রপ্তানির এ চুক্তির মেয়াদ ১৭ জুলাই শেষ হওয়ার আগে চুক্তিটির মেয়াদ কয়েকবার বাড়ানো হয়েছিল। আবারও এ চুক্তির মেয়াদ বাড়াতে রাশিয়ার অস্বীকার করার প্রধান কারণ হলো এ চুক্তির অংশ রাশিয়ার কৃষি পণ্য রপ্তানির জন্য বাধা অপসারণের পরিকল্পনা কখনও বাস্তবায়িত হয়নি।
কিউএনবি/আয়শা/২০ জুলাই ২০২৩,/বিকাল ৩:৩৩