বিনোদন ডেস্ক : বলিউড ছেড়ে হলিউডে পা দিয়েছেন আলিয়া ভাট। ইতোমধ্যে প্রথম হলি ছবি ‘হার্ট অফ স্টোন’-এর প্রচার শুরু করেছেন আলিয়া। পাশাপাশি রণবীর সিংয়ের সঙ্গে মিলে চালাচ্ছেন ‘রকি অউর রানি’ ছবির প্রচার। আর এই ছবির প্রচার চালাতে গিয়ে দীপিকার স্বামী রণবীরের সঙ্গে একেবারেই মিশে গেছেন আলিয়া। এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে অনুরাগীদের মধ্যে।
রণবীর তার মা ও দিদিকে নিয়ে গেছেন ইতালি। এদিকে মুম্বাইতেই রয়েছেন আলিয়া ভাট। বৃহস্পতিবার দিদি শাহিন ও মা সোনি রাজদানকে নিয়ে রেস্তোরাঁয় রাতের খাবার খেতে বের হয়েছিলেন আলিয়া। প্রতিদিনের মতোই রেস্তোরাঁ থেকে বের হয়ে আলোকচিত্রীদের মুখোমুখি হন আলিয়া ভাট।
রেস্তোরাঁ থেকে বের হয়েই একটা বর্ষার জুতার মুখোমুখি হন আলিয়া ভাট। ‘একি এটা কার?’ বলেই নিজেই হাতে করে জুতাটা তুলতে গেলেন আলিয়া। পরে আলোকচিত্রীরা বললেন, ‘আরে নানা, আপনি রাখুন, আমরা নিয়ে নেব, ওটা পড়ে গিয়েছিল…’। তবে আলিয়া তাদের কথায় পাত্তা না দিয়ে নিজেই হাতে করে এক আলোকচিত্রীর হারিয়ে যাওয়া জুতা তুলে এনে তার পায়ের কাছে রাখলেন। হ্যাঁ, আলিয়া এমনই। তার সহজ, সরল ও নমনীয় ব্যবহারে সবাই মুগ্ধ। ভিডিওটি নেটপাড়ায় আসতেই অনেকে প্রশংসা করেছেন আলিয়ার।
সূত্র: হিন্দুস্তান টাইমস
কিউএনবি/আয়শা/১৬ জুলাই ২০২৩,/বিকাল ৩:২৪