তথ্যপ্রযুক্তি ডেস্ক : অনেক ফিচার চালু হয়েছিল আগেই, কিছু ফিচার চালু হয় সম্প্রতি। গোপনীয়তা রক্ষায় হোয়াটসঅ্যাপে এখন অনেক সুবিধা পেয়ে থাকেন ব্যবহারকারীরা।
এক নজরে দেখে নেওয়া যাক হোয়াটসঅ্যাপের সেরা গোপনীয় ফিচারগুলো-
অপরিচিত নম্বরের ফোন সাইলেন্ট রাখা : কোনো অজানা নম্বর থেকে ফোন এলে সাইলেন্ট থাকবে ডিভাইস। এই ফিচার সম্প্রতিই চালু করেছে হোয়াটসঅ্যাপ। ফলে কাজের মাঝে অচেনা নম্বরের ফোনকল এলে আর বিব্রত হতে হবে না।
অ্যাপ লক : মেসেজিং অ্যাপটি ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপের মাধ্যমেও লক রাখার সুবিধা দিয়েছে। এ জন্য যেতে হবে, সেটিংস>প্রাইভেসি>স্ক্রোর ডাউন অ্যান্ড টেপ অন ফিঙ্গারপ্রিন্ট লক। এতে পাওয়া যাবে এই ফিচারের সুবিধা।
প্রোফাইলের ছবি হাইড রাখা : প্রোফাইলের ছবিও হাইড করার সুযোগ রয়েছে হোয়াটসঅ্যাপে। যোগাযোগের তালিকায় না থাকা ব্যক্তিদের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের প্রোফাইলের ছবি হাইড করার সুযোগ আছে ব্যবহারকারীদের হাতে।
কিউএনবি/অনিমা/১৬ জুলাই ২০২৩/সকাল ১১:৪৫