ডেস্ক নিউজ : একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে চলতি মাসের মাঝামাঝি যুক্তরাষ্ট্রে গিয়েছেন টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন। অনুষ্ঠান শেষ হলেও অবকাশ যাপন শেষ হয়নি তার। এখনও ঘুরে বেড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন পর্যটন স্থানগুলোতে। তবে কাজে না থেকেও ঠিকই আলোচনায় আছেন এই অভিনেত্রী।
জানা গেছে, ভিকি জাহেদের পরিচালিত এ সিরিজটির ‘তিথি’ চরিত্রে দেখা যাবে তাকে। সিরিজটি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘এ কাজটি আমার সাম্প্রতিক সময়ের কাজের থেকে বেশ ভিন্ন। থ্রিলার-হরর থেকে বেরিয়ে আমি এবার রোমান্টিক-ড্রামা বেছে নিয়েছি। তবে সাসপেন্স থাকবে। পুরো কাস্ট সম্পর্কে এখনই কিছু বলতে পারব না। ধীরে ধীরে জানবে সবাই। তবে দেশের খুব শক্তিশালী অভিনয়শিল্পীদের নিয়ে কাজটা করার সুযোগ পেয়েছি। আমি আশাবাদী কাজটা দর্শকদের ভালো লাগবে।’
এদিকে এর আগেও একই নির্মাতার ‘দ্য সাইলেন্স’ ও ‘পুনর্জন্ম’ ফ্র্যাঞ্চাইজিতে কাজ করেছেন মেহজাবিন। ঈদুল আজহায় তার অভিনীত ‘পুনর্জন্ম: অন্তিম পর্ব’ বেশ আলোচনা সৃষ্টি করেছে। সিরিজটিতে তার বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো।
কিউএনবি/আয়শা/১৫ জুলাই ২০২৩,/রাত ৮:১৯