স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তানের রাজনৈতিকার বৈরিতা থেকে যেন কোনোভাবেই বেরিয়ে আসতে পারছে না ক্রিকেট। এশিয়া কাপ নিয়ে দীর্ঘ নাটকীয়তার অবসান ঘটলেও, বিশ্বকাপ নিয়ে তা এখনো চলমান। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। চিরশত্রু দেশে ক্রিকেট দলকে পাঠাবে কিনা সেটা নিয়ে এখনো সংশয় দূর হয়নি পাকিস্তানের।
এবার দেশটির প্রধানমন্ত্রী সবকিছু খতিয়ে দেখতে গঠন করেছে একটি উচ্চতর কমিটি। যার প্রধান দায়িত্বে আছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। তার সঙ্গে কাজ করবেন দেশটির আরও একাধিক মন্ত্রী ও কূটনীতিবিদ। যাদের কাজ হবে, পাকিস্তান-ভারত সম্পর্কের বিভিন্ন দিক, খেলাধুলা ও নীতিকে আলাদা রাখার বিষয়ে সরকারের অবস্থান এবং খেলোয়াড়, কর্মকর্তা, ভক্ত ও মিডিয়া সম্পর্কিত ভারতের বিরাজমান পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা।
কমিটি সব বিষয়ে খতিয়ে দেখে, যাবতীয় আলোচনা শেষ করে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে তাদের সুপারিশ পেশ করবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রধানমন্ত্রী। কারণ তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান পৃষ্ঠপোষক। আগামী ৫ অক্টোবর মাঠে গড়াবে ভারত বিশ্বকাপ। সূচি অনুযায়ী পাকিস্তানের প্রথম ম্যাচ ৬ অক্টোবর। ভারতের বিপক্ষে বাবররা মাঠে নামবে ১৫ অক্টোবর।
কিউএনবি/আয়শা/০৮ জুলাই ২০২৩,/রাত ১০:২৪