বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় সোমবার সন্ধ্যায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আলাউদ্দিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। রাধিকা-শিবপুর সড়কের সদর উপজেলার বিরামপুর নামক স্থানে ঘটা এ দূর্ঘটনায় নিহত আলাউদ্দিন (২৫) জেলার নবীনগর উপজেলার বিদ্যাকুটের হাবিবুর রহমানের ছেলে। এ ঘটনায় মোহন মিয়া (৩২) নামের একজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, জেলা সদর থেকে নবীনগরে যাওয়ার রাধিকা-শিবপুর নির্মাণাধীন সড়কের বিরামপুরে দুটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহীরা সড়কে এবং সড়কের পাশে খাদে পড়ে যায়। এই ঘটনায় দুই যুবককে হাসপাতালে নিয়ে আসলে একজন মারা যায়।
কিউএনবি/অনিমা/০৪ জুলাই ২০২৩,/বিকাল ৩:৪৪