বিনোদন ডেস্ক : কিন্তু উৎসবেই মিলে গেল দুই মন। ঈদের আনন্দে মিটে গেল দূরত্ব। এই ঈদ একসঙ্গেই পালন করলেন মিথিলা ও সৃজিত। সেই সঙ্গে গাঢ় হয়েছে প্রেম। বেড়েছে ভালোবাসা। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের স্টোরিতে শেয়ার করলেন সৃজিত।
কিউএনবি/আয়শা/২৯ জুন ২০২৩,/দুপুর ৫:৪০