স্পোর্টস ডেস্ক : অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২৮১ রানের লক্ষ্য দিয়েছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৭ রানের লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে তারা গুটিয়ে গেছে মাত্র ২৭৩ রানে। তাতে লিড দাঁড়ায় ২৮০তে। চা বিরতির আগেই জেমস অ্যান্ডারসন ফিরে গেলে লক্ষ্য নিশ্চিত হয় অজিদের।
প্রথম ইনিংসে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। তবে ৬৬ বলে তার ৪৩ রানের ইনিংসে ৩০ রান এসেছে ৫ ছক্কা থেকে। তাকে ফিরিয়ে বার্মিংহামের এজবাস্টনে ঝড় থামান অজি অধিনায়ক প্যাট কামিন্স। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন জো রুট ও হ্যারি ব্রুক। অজিদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন কামিন্স। ১৮.২ ওভার বল ঘুরিয়ে তিনি খরচ করেন ৬৮ রান।
এছাড়া নাথান লায়ন ৮০ রান খরচ করে শিকার করেন আরও ৪ উইকেট। একটি করে উইকেট নেন হ্যাজেলউড ও বোল্যান্ড। ২৮১ রানের লক্ষ্যে এখন ব্যাট করছে অস্ট্রেলিয়া। উদ্বোধনীতে নেমেছেন উসমান খাজা ও ডেভিড ওয়ার্নার।
কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৩,/রাত ১০:০৮