আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে মাঝসমুদ্রে একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লেগেছে। যাত্রীবাহী ওই ফেরিটিতে ক্রু ও যাত্রীসহ ১২০ জন ছিলেন। রোববার (১৮ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ফেরিটি ১২০ জন যাত্রী ও ক্রু নিয়ে ফিলিপাইনের সিকুইজোর প্রদেশ থেকে বোহোল প্রদেশে যাচ্ছিল। সে সময় মাঝ সাগরে এম/ভি এস্পেরানজা স্টার নামক ফেরিটিতে আগুন ধরে যায়। বর্তমানে ফেরিটি থেকে যাত্রীদের উদ্ধার কাজ চলছে।
ফেরির আগুন নেভাতে ও আটকে থাকাদের উদ্ধার করতে দ্রুত ঘটনাস্থলে কোস্টগার্ডের একটি উদ্ধারকারী জাহাজ পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা।
তবে ফেরি থেকে কতজনকে উদ্ধার করা হয়েছে বা হতাহতের ঘটনা তাৎক্ষণিকভাবে বলা হয়নি। কোস্টগার্ডের প্রকাশিত ছবি এবং ভিডিওতে দেখা যায় যে ফেরির এক প্রান্তে দুটি ডেক থেকে অগ্নিশিখা এবং কালো ধোঁয়া উড়ছে। এবং অন্যাপ্রান্তে কোস্টগার্ড কর্মীরা অন্য একটি জাহাজে জল কামান ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করছে৷
এছাড়া ওই সময় ঘটনাস্থলে মাছ ধরার ও অন্য আরেকটি নৌকা দেখা যাচ্ছিল। তবে কোস্টগার্ডের ভিডিও এবং ছবিতে জ্বলতে থাকা ফেরিটির ৬৫ যাত্রী ও ৫৫ ক্রুর কাউকেই দেখা যায়নি।
কিউএনবি/অনিমা/১৮ জুন ২০২৩,/বিকাল ৫:০০