আন্তর্জাতিক ডেস্ক : এক কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেন, ইয়েমেনিয়া এয়ারওয়েজের একটি ফ্লাইট ২৭৭ জন যাত্রী নিয়ে স্থানীয় সময় রাত ৮টায় সানা থেকে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করে। কর্মকর্তারা বলছেন, সোমবার (১৯ জুন) ও পরদিন মঙ্গলবার (২০ জুন) আরও দুটি ফ্লাইট সানা থেকে সৌদির উদ্দেশে ছেড়ে যাবে।
ইয়েমেনিয়া এয়ারওয়েজের এক যাত্রী মোহাম্মদ আসকার বলেন, ‘আশা করি, অবরোধ শেষ হবে। বিমানবন্দর চালু থাকবে। আমরা খুব খুশি। আমরা অনুভূতি বর্ণনা করতে পারব না।’এদিকে হুতিদের গণপূর্তমন্ত্রী গালেব মুতলাক বলেন, ইয়েমেনের ২৪ হাজার মানুষ দেশটির বাইরে ভ্রমণে যেতে ইচ্ছুক। তাদের জন্য প্রায় ২০০টি ফ্লাইটের প্রয়োজন হবে।
কিউএনবি/আয়শা/১৮ জুন ২০২৩,/বিকাল ৪:৩১