আন্তর্জাতিক ডেস্ক : সের্হি ব্রাচুক বলেন, রাশিয়ার অধিকৃত খেরসনের দখলকৃত হেনিচেস্ক জেলার রাইকোভ গ্রামে আমাদের সশস্ত্র বাহিনী হামলা চালিয়েছে। গ্রামটিতে রাশিয়ার একটি খুব গুরুত্বপূর্ণ গোলাবারুদ ডিপো ছিল। ইউক্রেনীয় সেনারা সেটি ধ্বংস করেছে।’তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করেনি রাশিয়া।
কিউএনবি/আয়শা/১৮ জুন ২০২৩,/বিকাল ৪:২১