সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০২:৫০ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারের হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি, ব্রাহ্মণবাড়িয়া এর  মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১৮৭ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া, ১৪ জুন ২০২৩ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর অনুপ্রেরণায় গঠিত অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি),  ব্রাহ্মণবাড়িয়া এর উদ্যোগে ১৪ জুন ২০২৩ বুধবার ১১:৩০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সেবার মান উন্নয়নে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি এর মতবিনিময় সভা ডা. মিলন মম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সনাকের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহবায়ক ডা. মেজবাহ উদ্দিন চৌধুরী এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত¡বধায়ক ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামন। মতবিনিময় সভায় স্বগত বক্তব্য প্রদান করেন অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) এর শামীম আহমেদ। 

প্রধান অতিথির বক্তব্যে হাসপাতালের তত্ত¡বধায়ক ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামন বলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জনবল ও অবকাঠামোসহ বিভিন্ন সীমাবদ্ধতা থাকার পরও সর্বোচ্চ সেবার চেষ্টা অব্যহত আছে। তিনি জানান সকলের সম্মিলিত আন্তরিক প্রচেষ্টায় হাসপাতালের সেবার মান বৃদ্ধি করতে বিভিন্ন প্রকার উদ্যোগ নেওয়া হয়েছে। গত সভায় আলোচিত সমস্যাসমূহের বিষয়ে পদক্ষেপ গ্রহণকরা হয়েছে যেমন ঔষধ কম্পানি প্রতিনিধিগণ সপ্তাহে একদিন বুধবার ১ ঘন্টা ডাক্তারের সাথে সাক্ষাৎ করতে পারবেন, পরিস্কার পরিচ্ছন্নতার উন্নতি ও অভিযোগ বাক্স সচল করা।

মুক্ত আলোচনায় উল্লেখিত সমস্যাসমূহের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে এবং এবিষয়গুলো দ্রুত সমাধান করবেন। তিনি আরও জানান গত ১৩/০৬/২০২৩ হতে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সরকার ঘোষিত বৈকালিক স্বাস্থ্য সেবা কার্যক্রম শুরু হয়েছে, সরকার নির্ধারিত ফি দিয়ে বিকাল ৩:০০টা হতে সন্ধ্যা ৬:০০ পর্যন্ত রোগীগণ সেবা নিতে পারবেন। তিনি  সেবার মান উন্নয়নে সকলকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদানের অনুরোধ জানান। 

সভাপতির বক্তব্যে সনাকের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহয়ক ডা. মেজবাহ উদ্দিন চৌধুরী, সেবার মান বৃদ্ধিতে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান । অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) আগামী দিনে প্যাক্টঅ্যাপ ব্যবহারের মাধ্যমে কার্যক্রম পর্যবেক্ষণসহ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মিলে সেবার মানোন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করবেন বলে প্রত্যাশা করেন।

এছাড়া সভায় অ্যকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) এর সমন্বয়ক  দৈনিক কালের কণ্ঠ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু বক্তব্য প্রদান করেন। সভায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এর আবাশিক মেডিকেল অফিসার, নার্সিং ইনচার্জ, নর্সিং সুপাভাইজার, ওয়ার্ড মস্টার, সনাক সদস্য, এসিজি সদস্য ও ইয়েস সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/১৪ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit