বিনোদন ডেস্ক : মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রি করে বাজেটের ৮০ শতাংশ টাকা তুলে নিয়েছে এই সিনেমা। তবে এর পরে যে খবরটি এখন ঘুরে বেড়াচ্ছে সেটি হলো সিনেমার ১০ হাজার টিকিট কিনছেন রণবীর কাপুর ও প্রযোজক অভিষেক। খবর ই টাইমসের।
তেলঙ্গনার দর্শকের উদ্দেশে ‘আদিপুরুষ’-এর ১০ হাজার টিকিট দান করার সিদ্ধান্ত নেন তিনি। সিনেমার প্রতি নিজের সমর্থন থেকেই অভিষেকের এই সিদ্ধান্ত বলে খবর। আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া বাচ্চাদের জন্য ১০ হাজার টিকিট কিনতে চলেছেন বলিউড অভিনেতা রণবীর কাপুরও।
তবে, বিনামূল্যে এই টিকিট পাওয়ার বেশ কিছু শর্তও থাকছে। রাজ্যের সরকারি স্কুলের পড়ুয়া, বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রমের সদস্যদের জন্যই বরাদ্দ থাকছে এই ১০ হাজার টিকিট। সম্প্রতি এই খবর সমাজমাধ্যমের পাতায় প্রকাশ করেন বলিউডে বাণিজ্য-বিশারদ তরণ আদর্শ।
কিউএনবি/আয়শা/০৯ জুন ২০২৩,/বিকাল ৪:১২