আন্তর্জাতিক ডেস্ক :ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে এক বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ৭ জন।
মঙ্গলবার (১৬ মে) পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার।
আনন্দবাজার জানায়, কলকাতা থেকে আনুমানিক ১৫০ কিলোমিটার দূরে পূর্বমেদিনীপুরের এগরার খাদিকুর গ্রামে আচমকা বিস্ফোরণের শব্দ শুনতে পান এলাকাবাসী। কিছুক্ষণ পর এলাকার মানুষ ঘটনাস্থলে ছুটে গেলে সেখানে মানুষের ছিন্ন ভিন্ন শরীরের অংশ পড়ে থাকতে দেখেন। আহত অবস্থায় মাটিতে পড়েছিল অনেকেই।
স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, বিস্ফোরণের কারণে অনেকের মৃত্যু হয়েছে। তবে জেলা পুলিশ সুপারের দাবি, এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন সাত জন।
মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে বলেন, ‘একটা বাড়িতে বিস্ফোরণ হয়েছে। সেখানে বাজি তৈরি হচ্ছিল। গুরুতর জখম হয়েছেন চার জন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। উদ্ধারকাজ এখনও চলছে।
বিস্ফোরণের কারণে আগুন লেগে যায় একটি বাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এগরা থানার পুলিশ। পুরো এলাকা ঘিরে ফেলে
পুলিশের পাশাপাশি, ঘটনাস্থলে উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের কর্মীরাও কাজ করছে।
পুলিশ জানিয়েছে, বাজি কারখানায় বিস্ফোরণের জেরে এই ঘটনা ঘটেছে। তবে এর পিছনে অন্য কিছু রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
কিউএনবি/অনিমা/১৬ মে ২০২৩,/বিকাল ৫:১০