স্ত্রীকে নাচতে দেখেই রাগ ধরে রাখতে পারেননি তিনি। প্রথমে ধারালো অস্ত্র নিয়ে স্ত্রীর দিকেই তেড়ে গিয়েছিলেন। বাধা দিতে গেলে নিজের দুই ভাইকে খুন করেন তিনি। তার স্ত্রীর সঙ্গে নাচছিলেন বলেই ভাইদের আক্রমণ করেন ওই ব্যক্তি। এছাড়া আরও কয়েকজনকে ধারালো অস্ত্রের কোপ মারেন তিনি। তারা গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, তাদের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে বিয়েবাড়িতে এমন ঘটনার খবর পেয়ে সেখানে হাজির হয় পুলিশ। তারা অভিযুক্তকে গ্রেপ্তার করে।
পুলিশের সুপারিনটেন্ডেন্ট লালুমেন্দ সিংহ জানিয়েছেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তারপরে তা পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
তিনি আরও জানান, ওই ব্যক্তি কেন এমন কাণ্ড ঘটালেন, ভাইদের সঙ্গে অন্য কোনও বিষয় নিয়ে আগে থেকেই শত্রুতা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। গ্রেপ্তার তিন্হা বেগাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
কিউএনবি/অনিমা/১৬ মে ২০২৩,/বিকাল ৫:০৬






















