একটি চিরকুট
—————-
টেবিলে তোমার লেখা চিরকুট পেলাম
লিখেছো, “বড় ভালোবাসি তোমায়”
আমার মেঘের পৃথিবীর ক্লান্তিগুলো
হাওয়ার তোড়ে উড়ে গেল
নীল প্রজাপতি হয়ে।
মনের গহীনে জোসনার ঢল!
অশ্বত্থ গাছের মতোন ডাল-পালা ছড়িয়ে
তোমায় ভালোবেসেছি, তেত্রিশ বছরের আঙ্খাকিত কথাটি
আজ প্রথমবার শুনলাম।
একটিবার এসে ছুঁয়ে দেখে যাও
কতোটা নিবিড়ভাবে তুমিময়
এই আমি।
কবি পরিচিতিঃ কাকলী কর ঝুমা নিয়মিত কাব্যচর্চা করেন, লেখালেখি করেন। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখালেখি করেন নিজের সাহিত্য ভুবন সৃষ্টির লক্ষ্যে। নিজের আনন্দ ভুবন গড়তে। আমেরিকা প্রবাসিনী কাকলী কর ব্যস্ততার মাঝেও কাব্যচর্চায় বিরতি দেন না। আজ এই কবিতাটি তার ফেসবুক টাইমলাইন থেকে অনুমতি স্বাপেক্ষে প্রকাশ করা হলো।
কিউএনবি/বিপুল/১৫.০৫.২০২৩/ রাত ১২.০৬