বিনোদন ডেস্ক : দ্বিতীয় সপ্তাহে অল্প হলে চলছে ছবিটি। আশার কথা হলো, সেসব জায়গায় শোগুলো হাউসফুল যাচ্ছে। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য পাওয়া গেছে।
এদিকে ছবিটির বড় সাফল্য পাওয়ার জন্য সিনেমাটির প্রচারে এখনও সরব জাজ। প্রচারে সক্রিয় জনপ্রিয় অভিনেতা সজলও। এ সিনেমায় দুর্দান্ত অভিনয় দিয়ে একপ্রকার সিনেপ্লেক্স মাতিয়ে তুলেছেন সজল ও অন্য শিল্পীরা। আলাদা করে নজর কেড়েছে পূজা চেরীর অভিনয়ও। জাজের দাবি, ‘জ্বীন’ যে পরিমাণ দর্শকের সাড়া পাচ্ছে সেটা অব্যাহত থাকলে বড় সাফল্যের মুখ দেখবে সিনেমাটি।
সজল বলেন, ‘আমরা নিকট অতীতে দেখেছি কোনো সিনেমার প্রচারে স্বয়ং দর্শক যখন অংশ নেন তখন সেটা খুব ফল বয়ে আনে। আমি দর্শকের সাড়া পেয়ে অভিভূত হয়েছি। এখনও ঝাঁকে ঝাঁকে সিনেমাটি দেখতে দর্শকরা আসছেন। সোশ্যাল মিডিয়ায় তাদের মুগ্ধতা প্রকাশ করছেন।’‘জ্বীন’ সিনেমায় অভিনয় সজলের বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরি।
কিউএনবি/আয়শা/০১ মে ২০২৩,/বিকাল ৫:০০