তথ্যপ্রযুক্তি ডেস্ক : ক্রিয়েটিভ ব্লক নামের একটি অনলাইন পোর্টালে প্রকাশিত এক নিবন্ধ থেকে এ তথ্য জানা গেছে। গুজব রয়েছে যে, আইফোন ১৫ প্রো ম্যাক্সের ক্যামেরায় ছবি তোলার ক্ষেত্রে সাবজেক্ট বা বিষয়বস্তুকে ৫ থেকে ৬ গুণ বড় করে ছবি তোলার সুযোগ থাকছে। জুম করে ছবি তোলা হলেও ছবির গুণগত মানে কোনো পরিবর্তন আসবে না। আর এটিই হতে যাচ্ছে আইফোন ১৫ প্রো ম্যাক্সের বিশেষত্ব। বিপরীতে আইফোন ১৫ প্রোতে এই সুবিধা থাকছে না।
কিছুদিন আগে অ্যাপল বিশ্লেষক জেফ পু জানিয়েছিলেন, আইফোন ১৫ এর যেকোনো একটি মডেলে পেরিস্কোপ লেন্স থাকবে এবং সেই লেন্সের সাহায্যে বিষয়বস্তুকে অন্তত ১০ গুণ জুম করে ছবি তোলা যাবে। পরে আরেক অ্যাপল বিশ্লেষক মিং-চি কুয়ো জানিয়েছিলেন, তিনি বিশ্বাস করেন যে, আইফোন ১৫ প্রো ম্যাক্সে এই সুবিধা থাকবে।
সাধারণত পেরিস্কোপ লেন্সে একটি ছোট প্যাকেজে অনেক বেশি অপটিক্যাল জুম করার ক্ষমতা দেয়া হয়। এই প্রযুক্তিটি এরই মধ্যে বেশ কয়েকটি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ব্যবহার করেছে। যেমন হুয়াওয়ের পি৪০ প্রো প্লাস ফোনে পেরিস্কোপ লেন্স ব্যবহার করা হয়েছে।
কিউএনবি/আয়শা/২৩ এপ্রিল ২০২৩,/রাত ১১:১৫