স্পোর্টস ডেস্ক : ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য সব গল্প লিখে গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ নিজেদের করেছিল রিয়াল মাদ্রিদ। দুর্দান্ত ছন্দে ছিলেন করিম বেনজেমা। বলা যায়, এই ফরাসি গোল মেশিনে ভর করেই লস ব্লাঙ্কোসরা ট্রফিটা নিজেদের করতে পেরেছিল।
সেবার ফাইনালে লিভারপুলকে একমাত্র গোলে হারানোর আগে সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি ও কোয়ার্টার ফাইনালে চেলসির বিপক্ষে ঘুরে দাঁড়ানোর কাব্য রচনা করে রিয়াল। শিরোপা ধরে রাখার পথে এবারও রিয়ালের সামনে শেষ আটে ইংলিশ ক্লাব চেলসি।
দুই লেগ মিলিয়ে সেবার চার গোল করা বেনজেমার আবার দারুণ ছন্দে রয়েছেন। ক’দিন আগেই টানা দুই ম্যাচে করেছেন হ্যাটট্রিক।
বুধবার সান্তিয়াগো বার্নব্যুতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে চেলসিকে আতিথেয়তা দেবে রিয়াল। এই ম্যাচে ‘অদম্য’ বেনজেমাকে থামানোর জন্য এক রকম রেড এলার্ট জারি করেছে ব্লুজরা।
গত মৌসুমে চেলসির মাঠে করিম বেনজেমার হ্যাটট্রিকে ৩-১ গোলে জিতে ফিরেছিল রিয়াল। এরপর সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগে চেলসি এক পর্যায়ে ৩-০ গোলে এগিয়ে যায়। দুই লেগ মিলিয়ে যখন সেমির স্বপ্ন দেখছিল দলটি, তখনই রদ্রিগো গোল করেন। একেবারে অন্তিম সময়ে বেনজেমা গোল করলে ৩-২ এ শেষ হয় ম্যাচ। দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলে জয় পায় রিয়াল।
তাই চেলসি যদি এবার প্রতিশোধ নিতে চায়, তাহলে সবার আগে বেনজাকে আটকাতে হবে। যদিও লিগে মোটেও ভালো অবস্থানে নেই দলটি। ক’দিন আগেই কোচ ছাঁটাই করেছে তারা। ফের দায়িত্বে ফিরেছেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড।
লা লিগায় শিরোপার দৌঁড়ে রিয়াল অবশ্য বেশ পিছিয়ে আছে। তবে সাম্প্রতিক ম্যাচগুলোতে দুর্দান্ত ফর্ম দেখাচ্ছে লা লিগার ক্লাবটি। সর্বশেষ তিন ম্যাচে তারা গোল করেছে ১২টি। যার মধ্যে বার্সেলোনার বিপক্ষে ৪-০ গোলের জয়টিও আছে। অবশ্য সবশেষ ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে হেরেছে তারা।
তবে এর ঠিক আগের ম্যাচেই কোপা দেল রের সেমিফাইনালে বার্সেলোনাকে ৪-০ গোলে গুঁড়িয়ে দেয় রিয়াল। হ্যাটট্রিক করেন করিম বেনজেমা। তার আগের ম্যাচে রিয়াল ভাইয়াদলিদকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচেও হ্যাটট্রিক করেন ফরাসি তারকা।
বয়স ৩৫ হলেও বিশ্ববাসীর কাছে এভাবেই নিজের অবস্থান জানান দিয়ে যাচ্ছেন বেনজেমা। ক্লাসিকো জয়ের পর যাকে নিয়ে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, ‘তার (বেনজেমো) সুইস দেওয়া আছে। আন্তর্জাতিক বিরতির সময় করা কাজ তাকে সাহায্য করছে। পার্থক্য গড়ে দেওয়ার জন্য সে এখন দারুণ অবয়ব পেয়েছে।’
ইনজুরির কারণে অবশ্য এবারের মৌসুমে বেনজেমার পারফম্যান্স উঠানামা করেছে। গত অক্টোবর ও নভেম্বর মাসের বেশিরভাগ সময় কাটিয়েছেন সাইডলাইনে বসে। উরুর সমস্যার কারণে ফ্রান্স জাতীয় দলের হয়ে বিশ্বকাপেও অংশ নিতে পারেননি। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বেও গোলের দেখা পাননি। তবে শেষ ষোলোর উভয় লেগে লিভারপুলের বিপক্ষে তিন গোল করেছেন তিনি।
এবার কি তবে চেলসির বিপক্ষেও জ্বলে ওঠার পালা বেনজেমার?
কিউএনবি/অনিমা/১১ এপ্রিল ২০২৩,/রাত ১১:৩১