ডেস্ক নিউজ : গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী জরুন এলাকায় রিপন গ্রুপের নির্মাণাধীন ৫ তলা ভবনের তৃতীয় তলার দেওয়াল ধসে মুশফিক (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতের এ দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোনাবাড়ী পপুলার হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাদের মধ্যে তিন জনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
নিহত মুশফিক রাজশাহী জেলার বাঘমারা থানার মোস্তাফিজুর রহমানের ছেলে। সে তার বাবা-মার সঙ্গে ভাড়া বাসায় থাকত। আহতরা হলেন-রুবেল (৩৫), মুক্তা বেগম (৩৫), মো. জাহিদুল ইসলাম (২৮) এবং শহীদুল ইসলাম (২২)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত পৌনে একটায় কোনাবাড়ী থানাধীন জরুন হাজির ইটভাটাসংলগ্ন মো. ফারুক আহমেদের নির্মাণাধীন ৫ তলা ভবনের ৩ তলার পূর্ব পাশের ১৫ ফিট উঁচু দেওয়াল বৃষ্টির সময় হঠাৎ পাশের টিনশেড বাড়ির ওপর ধসে পড়ে। এ সময় ধসে পড়া দেওয়ালের নিচ থেকে ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর চার বছরের শিশু মুশফিক মারা যায়। এ ঘটনায় ১৮টি রুমেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শাখাওয়াত ইমতিয়াজ জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কিউএনবি/অনিমা/৩১ মার্চ ২০২৩,/রাত ১০:৪১