আন্তর্জাতিক ডেস্ক : প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। নেভাদার মতো একই অবস্থা ক্যালিফোর্নিয়ায়। বৈরী আবহাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন লস অ্যাঞ্জেলেসের উত্তরাঞ্চলের বাসিন্দারা। মার্কিন আবহাওয়া দফতর জানায়, বুধবার (১ মার্চ) পর্যন্ত থাকতে পারে এ বৈরী অবস্থা। পাশাপাশি ৬ ফুট পর্যন্ত তুষারপাত হতে পারে। এ অবস্থায় বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিয়েরা নেভাদা পর্বত এলাকায় তুষারঝড়ের সতর্কতা দিয়েছে আবহাওয়া বিভাগ। ক্রমাগত তুষারপাতের কারণে বন্ধ করা হয়েছে ইয়োসেমাইট ন্যাশনাল পার্ক। দুর্ঘটনা এড়াতে বন্ধ ঘোষণা করা হয়েছে সেকোইয়া ন্যাশনাল পার্কের আশপাশের রাস্তাগুলোও। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিগ বিয়ার লেক শহরে সোমবার ৪৫ ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া বিভাগ।
কিউএনবি/আয়শা/২৮ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:০৮