এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছেন। আটক দুই জনের নিকট থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) রাতে পুলিশ তাদেরকে আটক করেন। পরে তাদের হেফাজতে থাকা মালামাল উদ্ধার করা হয়। থানা সুত্রে জানা যায়, সম্প্রতি সরকারি ছুটির মধ্যেই চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। ২৪ জুন সকালে বিদ্যালয় খোলার পর শিক্ষকরা ক্লাসরুমে প্রবেশ করে সিলিংফ্যান, বেঞ্চসহ বিভিন্ন আসবাবপত্রের ঘাটতি লক্ষ্য করেন। পরে গুনে দেখা যায় অন্তত ২৫টি বৈদ্যুতিক সিলিংফ্যান, ২৩ জোড়া বেঞ্চ ও মূল্যবান আসবাবপত্র চোরেরা চুরি করে নিয়ে গেছে। এ স্কুলের প্রধান শিক্ষক নাসির উদ্দীন বাদী হয়ে চৌগাছা থানায় একটি মামলা দায়ের করেন।
শুক্রবার ৪ জুলাই রাতে চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে চৌগাছা থানা পুলিশ বিশেষ অভিযান চালান। এ সময় পুলিশ বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী সাজেদুর রহমান রকিকে (৩০) আটক করেন। রকি পৌর এলাকার চানপুর গ্রামের কামারুল ইসলামের ছেলে। পরে পুলিশ চৌগাছা শহরের প্রেসক্লাব মোড় থেকে নাজমুল ইলেকট্রনিকসের মালিক নাজমুল হোসেনকে (২৮) আটক করেন। এ সময় পুলিশ তাদের নিকট থেকে চুরি হওয়া ১২টি সিলিংফ্যান ও স্কুলের ঘন্টা উদ্ধার করেন। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানান, চুরি হওয়া অন্য মালামাল উদ্ধারে অভিযান অব্যহত রয়েছে।
কিউএনবি/অনিমা/০৫ জুলাই ২০২৫,/সকাল ১০:৩৭