শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বিশ্ব স্কাউটসের জনক রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল এর ১৬৬তম জন্মবার্ষিকী ও বিশ্ব স্কাউটস দিবস উপলক্ষ্যে বিয়ানীবাজারের দিনপুর-সুপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেক কেটে তার জন্মবার্ষিকী ও স্কাউটস দিবস পালন করা হয়।দিনপুর-সুপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির মোঃ আলাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিকা দাস, পাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক লুৎফুল হক চৌধুরী ফাহিম, গড়ারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লোকমান হোসেন খান, নিদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক আব্দুল ওয়াদুদ, সহকারী শিক্ষক সাদেক হোসেন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
সভায় আলোচকগণ বলেন, রবার্ট টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল ১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি লন্ডনের হাইড পার্কের পাশের একটি বাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৪১ সালের ৮ জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। ইংল্যান্ডের বাউন্সি দ্বীপে ১৯০৭ সালের ২৯ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ২০ জন স্কাউট নিয়ে তিনি আন্দোলন করেছিলেন। আজ সারা বিশ্বে স্কাউটের সংখ্যা প্রায় ১০ কোটিরও বেশি। আলোচনা সভায় এই উপলক্ষে স্কুল শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।সভায় স্কুলের ক্ষুদে স্কাউট শিক্ষার্থীগণ অংশ গ্রহণ করেন।
কিউএনবি/অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৩/সকাল ১১:৩৯