স্পোর্টস ডেস্ক : নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে বাংলাদেশ। ব্যাটাররা ক্রিজে আসছেন, পরিস্থিতির গভীরতা অনুধাবন না করেই খেলছেন দায়িত্বজ্ঞানহীন সব শট। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ হুক করে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ধরা পড়েছিলেন। অনেকটা একই ধাঁচের শট খেলে এবার ডিপ ফাইন লেগে ক্যাচ দিয়েছেন শামীম পাটোয়ারী।
অন্য প্রান্তে তাওহীদ হৃদয় যখন ধীরেসুস্থে ব্যাট চালাচ্ছেন, তখন খেলায় কিছুটা প্রাণসঞ্চার করেছিলেন শামীম। দুর্দান্ত এক ছক্কার সঙ্গে দুটি চারে দ্রুত রান তোলার চেষ্টায় ছিলেন। কিন্তু সেটা করতে গিয়েই আসিথা ফার্নান্দোর বলে ফাইন লেগ অঞ্চলে ক্যাচ তুলে দিলেন। সেখানে সহজ ক্যাচ হাতে জমালেন জানিথ লিয়ানাগে। ফেরার আগে শামীমের ব্যাটে এসেছে ২ চার ও ১ ছক্কায় ২৩ বলে ২২ রান। বাংলাদেশের রান ২৯ ওভারে ৫ উইকেটে ১৫৯।
কিউএনবি/আয়শা//০৫ জুলাই ২০২৫,/বিকাল ৫:২২