তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : বর্ষা ঋতুকে আকরে ধরে নাচ-গান, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার মাধ্যমে বর্ষা বন্দনা উৎসব পালিত হয়েছে। শুক্রবার (০৪ জুলাই) রাতে স্থানীয় কুমার দ্বীজেন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে, সম্মিলিত সাহিত্য পরিষদের আয়োজনে এ উৎসব পালিত হয়। সম্মিলিত সাহিত্য পরিষদের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জুর সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক কবি বিদ্যুৎ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত কবি ফরিদ আহমেদ দুলাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কবি লোকান্ত শাওন, ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরী, এডভোকেট সজয় চক্রবর্ত্তী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাবেক পরিচালক শরদিন্দু সরকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীরেশ^র চক্রবর্ত্তী, অধ্যক্ষ শহীদুল্লাহ্ধসঢ়; খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক মো. রফিকুল ইসলাম, সাবেক সভাপতি এম এ জিন্নাহ প্রমুখ। এছাড়া বিভিন্ন এলাকার কবি, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক ও গণমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশনেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা বলেন, আমাদের দেশে সাংস্কৃতিক আন্দোলনের ধারাবাহিকতায় বিভিন্ন এলাকায় বসন্ত উৎসব, শরৎ উৎসব, নবান্ন উৎসব আর বর্ষা উৎসব পালন কথা হয়। আমাদের শস্য, গাছপালা আর ফলন যেটির কথা বলি না কেন, তার সবটাই বর্ষার ওপর নির্ভরশীল। অন্যান্য ঋতুর চেয়ে বর্ষা ঋতুকে প্রকৃতির রানী হিসেবে ধরা হয়। ঋতু ও প্রকৃতির রুপকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সকলকে আহবান জানানো হয়।
কিউএনবি/অনিমা/০৫ জুলাই ২০২৫,/বিকাল ৪:০৪