ডেস্ক নিউজ : গাজীপুর মহানগরের পূবাইলে বিরল প্রজাতির তক্ষকসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত ৩টার দিকে পূবাইল থানার ৪২নং ওয়ার্ডের সাতপোয়া কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. এজাজুল (৩২) ও মো. জহিরুল ইসলাম জহির (৪০)। তারা দুজনই গাইবান্ধার রামচন্দ্রপুর গ্রামের মো. তোফাজ্জল হোসেনের ছেলে। বর্তমানে পূবাইল থানার ৪২নং ওয়ার্ডের হারবাইদ আঠাইয়াবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকেন তারা।
এ বিষয়ে পূবাইল থানার ওসি মো. জাহিদুল ইসলাম বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে দুজনকেই কারাগারে পাঠানো হয়েছে।
কিউএনবি/অনিমা/২৪ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১০:০৮