ডেস্ক নিউজ : দেশব্যাপী দুই ঘন্টার বেশি সময় ধরে বিচ্ছিন্ন থাকার পর গ্রামীণফোন নেটওয়ার্ক পুনরায় চালু হয়েছে।
গ্রামীণফোনের যোগযোগ বিভাগের প্রধান খায়রুল বাশার বাসসকে বলেন, নেটওয়ার্কটি পুনরায় সচল হয়েছে এবং স্বাভাবিকভাবেই কাজ করছে।
তিনি বলেন, ‘গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ এলাকায় সড়ক মেরামতের কাজ চলাকালে ফাইবার বিচ্ছিন্ন হলে- আমাদের কোন কোন গ্রাহককের সংযোগ সমস্যা দেখা দেয়।’
তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এই সমস্যাটি এখন সমাধান করা হয়েছে।
কিউএনবি/অনিমা/২৩ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:৫৪