ডেস্ক নিউজ : গুলশানের জেডএইচ শিকদার উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২০ ফেব্রুয়ারি) ভোরে মারা যান মোহাম্মদ রাজু। পরে পরিবার ভোর পৌনে ৪টার দিকে মোহাম্মদ রাজুর মরদেহ নিয়ে গেছে। হাসপাতালটির প্রশাসনিক কর্মকর্তা মো. আক্তারুজ্জামান সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
স্থানীয়রা জানান, ভবনটিতে আগুন লাগার পর রাজু নিচে লাফিয়ে পড়েন। তাকে দেখে আরও কয়েকজন লাফ দেন। আহত অবস্থায় রাজুকে শিকদার মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে ভোরে মারা যান তিনি। নিহত রাজুর ভাই সজীব জানিয়েছেন, রাজু ওই ভবনের ১২ তলায় দুই বছর আগে এক কর্মকর্তার বাসায় বাবুর্চির কাজ নিয়েছিলেন। তার বাড়ি গাজীপুরের কালীগঞ্জে। এক ছেলে ও এক মেয়েসহ রাজুর পরিবার গ্রামে থাকে।
এ ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ফাহিম সিনহার বাসার বাবুর্চি আনোয়ার হোসেনও ভবন থেকে লাফিয়ে পড়ে মারাত্মক আহত হয়ে রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান। তার গ্রামের বাড়ি ভোলার দৌলতখানের দিদারুল্লা গ্রামে। তার বাবার নাম মো. নুর ইসলাম। পাঁচ ভাই ও এক বোনের মধ্যে তিনি তৃতীয়। আনোয়ারের স্ত্রী আমেনা বেগম গ্রামে থাকেন। তিনি অন্তঃসত্ত্বা। অগ্নিকাণ্ডে স্বামীর মৃত্যুর খবর শুনে পাগলপ্রায় তিনি। অনাগত সন্তানের মুখটাও দেখে যেতে পারলেন না তার স্বামী।
আনোয়ারের ভাই জুলহাস গণমাধ্যমকে বলেন, ‘টিভিতে আগুন লাগার খবর দেখে ঘটনাস্থলে যাই। সেখান থেকে জানতে পারি, আমার ভাই লাফিয়ে নিচে পড়ে আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেয়া হয়। পরে আমি ও আমার বোন হাসপাতালে ছুটে যাই। সেখানে গিয়ে ভাইকে আর জীবিত পাইনি। ভাই আমাদের ছেড়ে চলে গেছেন।’
এদিকে অগ্নিদগ্ধ হয়ে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন তিনজন। তাদের মধ্যে বিসিবি পরিচালক ফাহিম সিনহার স্ত্রী শামা রহমানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তিনি পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। দগ্ধদের চিকিৎসায় গঠন করা হয়েছে ১৮ সদস্যের মেডিকেল বোর্ড।
গুলশান-২-এর ১০৪ নং সড়কের একটি বহুতল ভবনে রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অগ্নিকাণ্ড ঘটে। এ সময় ভবন থেকে লাফিয়ে পড়ে বাঁচার চেষ্টা করেন অন্তত চার জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে পৌঁছায় ঘটনাস্থলে। শুরু করে আগুন নেভানো ও উদ্ধারকাজ। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চার ঘণ্টার চেষ্টায় পরে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:৫০