ডেস্ক নিউজ : সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। মন্ত্রী বলেন, ‘দেশে তত্ত্বাবধায়ক সরকার আর কোনোদিন আসবে না। বর্তমান সরকার নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। তত্ত্বাবধায়ক সরকার শুধু পাকিস্তানে আছে। এটার অনুকরণ এ দেশে চলবে না।’
এ সময় ড. হাছান মাহমুদ আরও বলেন, ‘অনেক দল আছে, তারা শিশু-কিশোরদের নিয়ে রাজনীতি করতে চায়। কিন্তু আওয়ামী লীগ শিশু-কিশোরদের নিয়ে রাজনীতি করতে চায় না। মানবিক বাংলাদেশ গড়তে চায়।’তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশ হবে উন্নত। মানবিকতার দিক থেকে পৃথিবীকেও হার মানাবে। শিশুরা জাতির ভবিষ্যৎ। তাদের সঠিকভাবে গড়ে তুলতে হবে। পরীক্ষায় ফেল করলেও দমে যাওয়া যাবে না। প্রতিবন্ধকতা মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। স্বপ্ন দেখতে হবে নিজের, পরিবারের, সমাজের এবং রাষ্ট্রের জন্য।’
কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:২৮