স্পোর্টস ডেস্ক : টেস্টের দ্বিতীয় দিন শনিবার (১৮ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ায় ও ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ‘কনকাশন’ সমস্যার কারণে এই টেস্ট থেকে ছিটকে গেছেন ৩৬ বছর বয়সি ওপেনার। তার কনকাশন বদলি হিসেবে এই টেস্টের বাকি অংশ খেলবেন ম্যাট রেনশ। নাগপুর টেস্টে ব্যর্থতার জন্য দিল্লি টেস্টের একাদশ থেকে বাদ পড়েছিলেন রেনশ। দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয় বিষয়টি।
অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিংয়ে নামা ওয়ার্নারকে দিল্লি টেস্টের প্রথম দিনে প্রচুর বাউন্সার দিয়েছেন মোহাম্মদ সিরাজ। তার গতির সঙ্গে পাল্লা দিতে না পারা ওয়ার্নার কনুই ও মাথায় বেশ কয়বার আঘাত পান। কিন্তু দশম ওভারে সিরাজকে পুক্ল করতে গিয়ে হেলমেটে আঘাত পান এই বাঁহাতি। বল তার ব্যাট ছুঁয়ে হেলমেটের গ্রিল ও বাঁ পাশের চোয়ালে আঘাত হানে।
ওয়ার্নার এরপরও ব্যাট করে গেছেন এবং ১৬তম ওভারে মোহাম্মদ শামির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। ক্রিকইনফো জানায়, সে সময় তাকে দেখে শতভাগ ফিট মনে হয়নি। খেলা শেষে সন্ধ্যায় ‘কনকাশন পরীক্ষা’য় উতরাতে ব্যর্থ হলে তাকে এই টেস্ট থেকে প্রত্যাহার করে নেয় অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পক্ষ থেকে জানানো হয়েছে, তৃতীয় টেস্টে ফিরতে ক্রিকেট অস্ট্রেলিয়ার বিধিমালা মেনে চলবেন ওয়ার্নার।
এর আগে নাগপুরে প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ১ ও ১০ রানে আউট হয়েছেন ওয়ার্নার। দিল্লি টেস্টের প্রথম ইনিংসেও ১৫ রান করেই থামতে হয়েছে তাকে। ভারতের মাটিতে তার গড়ও মাত্র ২১.৭৮। এই টেস্টের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিং করবেন রেনশ। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট জানিয়েছেন, ওয়ার্নার যেহেতু ব্যাটার, তাই বদলি হিসেবে রেনশ শুধু ব্যাট করবেন। বোলিং করতে পারবেন না।
কিউএনবি/আয়শা/১৮ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:০০